প্রেস বিজ্ঞপ্তি : দেশের সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (কাঠাল মার্কা) এর চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মুকিত ও মহাসচিব জাফর আহম্মদ জয়।
নেতৃদ্বয় বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদকর্মীদের অধিকার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বিশেষ করে পতিত স্বৈরাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন। শত প্রতিকুল পরিস্থিতিতেও ছিলেন অবিচল। যার ফলশ্রুতিতে স্বৈরাচারের রোষানলে দীর্ঘ দিন কারারুদ্ধ জীবন যাপন করেন। দীর্ঘ কারাবাসে তিনি অসুস্থ হয়েছিলেন। তার আপোষহীন সংগ্রামের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে। তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করল, যা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে দোয়া করছি, যাতে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন।
নেতৃদ্বয় তাঁর শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।