আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের সংস্কার কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পে ব্যাপক সুনাম করেছেন ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সমন্নয়কারী সজিব । এই প্রকল্পের টাকা দিয়ে কাজ করার কথা ছিলো মাটি দ্বারা পূর্ন নির্মান কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখা গেছে প্রতিটি রাস্তা ইট দ্বারা মেকাডম করেছেন। সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সমন্নয়কারী সজিব হোসেন বলেন, এই প্রকল্পের আওতায় যে টাকা টা দেন সেই টাকা দিয়েই আমি এই কাজ শেষ করতে সক্ষম হয়েছি। অনুসন্ধানে সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নেই এমন চিত্র উঠে এসেছে। এতে সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভাইয়ের কর্মীরা সঠিক ভাবে কাজ করেছেন বলে মনে করেন স্থানীয়রা।
মুলত এই প্রকল্পটি মন্ত্রণালয় বাজেট বরাদ্দ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বরাদ্দ প্রদান করে থাকে। মহাপরিচালক নির্বাচনী এলাকা ভিত্তিক বিভাজন করে সংসদ সদস্যদের অনুকূলে জেলা প্রশাসক বরাবর বরাদ্দপত্র প্রেরণ করেন। সংসদ সদস্যগণ প্রকল্প গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা কর্ণধার কমিটিতে প্রেরণের পর জেলা প্রশাসক অনুমোদিত তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন এবং মাননীয় সংসদ সদস্য কর্তৃক অনুমোদিত প্রকল্প কমিটির মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়।
স্বরজমিনে যেয়ে জানা গেছে, ৬নং গান্না ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুজ্জামান বলেন, টিআর কাবিখা কাবিটা এই প্রকল্পের নাম শুনেছি এর আগে কিন্তু কাজ দেখিনি কখনো। এই বার সর্বপ্রথম আমাদের ঝিনাইদহের এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভাইয়ের তত্ত্বাবধানে ইউনিয়নের সকল রাস্তা গুলো নতুন জিবন ফিরে পেলেন। এবং ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাবুদ্দিন সাবু তিনি বলেন বিগত যত এমপি এসেছেন এর আগে তারা কোনোদিন এতো সুন্দর করে রাস্তা ঠিকঠাক করে দেননি। এই প্রথম আমরা গ্রাম বাসি রাস্তাটি সুন্দর পরিবেশে ফিরে পেয়েছি, একই গ্রামের কিছু সাধারণ মহিলারা জানান, আমাদের ঝিনাইদহের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভাইয়ের পরিবার ও তার জন্য উপর আল্লাহর কাছে দোয়া করি তিনি জানো প্রতিবার এমপি হয়ে আমাদের গ্রামের রাস্তা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও দারিদ্র পরিবারের প্রতি খেয়াল রাখতে পারেন।