আবু বক্কর সিদ্দিক স্বপন, জেলা প্রতিনিধি ঝিনাইদহ : ঝিনাইদহ – ২ আসনের এম পি মহাদয়, নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভাইয়ের পক্ষ থেকে ঈদের ২য় দিন ১৮ ই জুন রোজ মঙ্গলবার শুরু হয় মাংস বিতরনী অনুষ্ঠান। ভোর ৫ টা থেকে শুরু করেন মোটাতাজা ও সুস্থ স্ববল গরু জবাই। এলাকার কিছু সুনাম ধন্য কসাই দিয়ে কাটা হয় গরুর মাংস এবং সাথে সাথে করা হয়েছে সুন্দর ভাবে প্যাকেট। প্রতি প্যাকেটে দেওয়া হয়েছে পুরো এক কেজি মাংস।
ঝিনাইদহ সদর উপজেলা ৬ নং গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে দেওয়া হয়েছে এক কেজি মাংস ও যাতায়াতের খরচ বাবদ একশত টাকা। সারাদিন চলেছে প্রায় ১৫০০ জন গরিবের মাঝে কুরবানির মাংস বিতরন। এলাকাবাসীর মধ্যে এই মাংস বিতরনী সময় কালে দেখা গেছে হাজরো আনন্দের অনুভূতি। তারা সাংবাদিকদের জানিয়েছেন, এর আগে ঝিনাইদহ -২ আসনে অনেক এম পি এসেছেন, কিন্তু এই ভাবে কোনো এম পি কুরবানির মাংস বিতরন করেন নি। আমাদের গরিব মানুষের পাশে দাড়ান নি। তারা আরও জানিয়েছেন, উপর আল্লাহ জানো এম পি মহাদয় নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভাইকে নেক হায়াত দান করেন তিনি এইভাবে নিঃশ মানুষের পাশে দাড়ান।
শুধু ৬ নং গান্না ইউনিয়নি নই ঝিনাইদহ সদর উপজেলাতে ১৩ টা ইউনিয়ন ও হরিণাকুণ্ড উপজেলাই ৮ টি ইউনিয়ন সব মিলিয়ে ২১ টি ইউনিয়নে এই কুরবানির মাংস বিতরন করেন এমনকি ঝিনাইদহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গরিব মানুষের মাঝে কুরবানির মাংস বিতরন করেন। সর্বমোট প্রায় ৫০ হাজার অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরন করেন এম পি মহাদয় নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
এই অনুষ্ঠান চলাকালিন সেখানে উপস্থিত ছিলেন, ৬ নং গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন মালিথা। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহাজালাল মুন্সি ও মোস্তাফিজুর রহমান সুমন, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী। আর এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সজিব হোসেন।