শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর চেয়ারম্যান কায়সার হাসান, কো-চেয়ারম্যান এ্যাড শাহিদা রহমান রিংকু ও মহাসচিব মো. আল- আমিন শাওন এর সাংগঠনিক ক্ষমতা বলে বিটিএসএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য (ভাইস-চেয়ারম্যান পদমর্যাদা) হলেন, শরীয়তপুর সদর উপজেলার কৃতি সন্তান বি.এম মকবুল হোসেন।
যাহা ইতিমধ্যে বিটিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আদেশ বলে কার্যকর করা হয়েছে এবং বিটিএসএফ-এর চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব সংগঠন এর সকল সদস্যদের অবগতি করে জানান যে, বি.এম মকবুল হোসেন’কে সংগঠনের স্বার্থে সাংগঠনিক কাজে সবাই যাতে সহযোগিতা করেন এবং সবসময় তার পাশে থেকে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্য বদ্ধ হন।
এ বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মহাসচিব মো. আল-আমিন শাওন।
এদিকে, ৯ জুন ২০২৪ ইং বিটিএসএফ-এর কেন্দ্রীয় মহাসচিব মো. আল-আমিন শাওন এর হাত থেকে সাংগঠনিক পরিচয়পত্র গ্রহণ করেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য (ভাইস-চেয়ারম্যান পদমর্যাদা) বিএম মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ এর প্রকাশনা সম্পাদক সোহাগ সরদার ও কার্যনির্বাহী সদস্য মো. মতিউর রহমান।
অন্যদিকে, বি.এম মকবুল হোসেন (বিটিএসএফ) এর কার্যনির্বাহী সদস্য (ভাইস-চেয়ারম্যান পদমর্যাদা) নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এব্যাপারে বি.এম মকবুল হোসেন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি। এছাড়াও তিনি বিটিএসএফ-এর চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব সহ সংগঠন এর সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।