সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস মাটিতে উপুড় করে দিয়ে লবণ জলে জীবন জ্বলে শীর্ষক মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা । শনিবার (৮) জুন বিকালে উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করেন । মানববন্ধনে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন , উপকূলীয় জেলাগুলোতে অঞ্চল ভিত্তিক পানি সংকটের ধরন চিহ্নিত করে সুপেয় পানিতে সর্বজনীন ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে । পানি পরিসেবাকে আরো সাশ্রয়ী করার উদ্যোগ গ্রহণ করতে হবে । উপকূলীয় কন্যা তনুশ্রী মন্ডল বলেন , উপকূলীয় এলাকায় ভূ- গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে । জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈশ্বরীপুর ইউনিটের আব্দুস সালাম , স্বপ্না পারভীন , রুপালী প্রমুখ ।