মো. কাওসার রাড়ি, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের দুটি উপজেলায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ডামুড্যা উপজেলা পরিষদে ঘোড়া প্রতীকে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ গোলন্দাজ ও গোসাইরহাট উপজেলা পরিষদে হেলিকপ্টার প্রতীকে তেজগাঁও থানা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সরদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা দুজনেই এবার চেয়ারম্যান পদে প্রথম নির্বাচনে অংশ নিয়ে ছিলেন।
এর আগে বুধবার (২৯ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৯১জন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪টি কেন্দ্র ও ৩২০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল শেষে ঘোড়া প্রতীকের প্রার্থী, বর্তমান ভাইস-চেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর মাঝি পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট পান।
অন্যদিকে, গোসাইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৪৭ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪ টি কেন্দ্র ও ৩৯৭ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল শেষে হেলিকপ্টার প্রতীকের মোশারফ হোসেন ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী, ব্যবসায়ী মাসুদ আলম পেয়েছেন ১৪ হাজার ২৯৩ ভোট।
এছাড়াও ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে বিএম সাত্তার ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহনাজ আক্তার মায়া নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদে এমদাদ হোসেন বাবলু মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফসানা লিপি নির্বাচিত হয়েছেন।