জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : তমাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।
সকালে কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলেমান আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলামসহ অন্যান্যরা।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন সমাজে যারা ধুমপানসহ মাদকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নিয়মিত কাউন্সিলিং করতে হবে। যাতে করে মানুষ এই তামাক থেকে দুরে থাকে। তামাকমুক্ত থাকতে পারলে ভালো থাকবে মানুষ। সেই সাথে প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে কেউ যেন মাদকের সাথে যুক্ত না হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯)
এর একটি অনলাইন প্রকাশনা।
৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত