রহিম রেজা, ঝালকাঠি : ঝালকাঠিতে আগামী ১ জুন ৮৯ হাজার ৫৯ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী দশ হাজার ৭৩৯ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৮ হাজার ৩২০ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, আগামী ১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ৮২৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সেচ্ছাসেবীরা। এ কর্মসূচী বাস্ত বায়নে কোন শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য কর্মীরা। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ভিটামিন খাওয়ার কারণে অসুস্থ্য শিশুদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য জরুরী চিকিৎসা দেয়ার নিমিত্তে টিম গঠন করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯)
এর একটি অনলাইন প্রকাশনা।
৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত