নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ মে, ২০২৪ মালদ্বীপের মালেতে ভিলা কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স এওয়ার্ড – ২০২৪ এবং ডেভলপমেন্ট অফ টুরিজম এন্ড কর্মাশিয়াল ইন্ডাস্ট্রি – ২০২৪ বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সহ আয়োজক হিসেবে রয়েছে মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আহমেদ শ্যাম (মিনিস্টার অফ ফিশারিজ এন্ড ওশন রিসোর্সস), প্রধান বক্তা আব্দুল জলিল ইসমাইল ( ডেপুটি মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফের্য়াস মালে) । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হুসাইন নিহাদ ( ডেপুটি মিনিস্টার অফ স্পোর্টস, ফিটনেস এন্ড রিক্রিয়েশন, মালে) , রিয়ার অ্যাডমিরাল এস.এম আবুল কালাম আজাদ ( হাইকমিশনার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ – মালে) , মোঃ সোহেল পারভেজ ( কাউন্সিলর, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ – মালে), আলহাজ্ব এম. এ বাসার আবু ( চেয়ারম্যান এন্ড সিইও বাসার গ্রুপ, বাংলাদেশ)। স্বাগত বক্তব্য রাখবেন মোঃ জাকির হোসেন ( পরিচালক, সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ), চেয়ারপারসন এম গোলাম ফারুক মজনু ( এক্সিকিউটিভ ডিরেক্টর, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট) , অনুষ্ঠান পরিচালনা করবেন ডা. মৌ ভট্টাচার্য ( কলকাতা, ভারত) ।