ছবি ও সংবাদ >> তানভির সোহেল, বাগেরহাট : বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বনগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে শস্য কর্তন ও মাঠ দিবস। আই এফ ডি সি আন্তর্জাতিক স্যার উন্নয়ন কেন্দ্র বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর মাঠে এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের বাগেরহাট জেলা প্রতিনিধি অধ্যাপক মাহফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএফআইডিসির ফিল্ড সুপারভাইজার আবু জাফর, বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিাপ্লব মুখার্জি। কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুফল ভোগী সুশান্ত দাস ও অনুপ কুমার মন্ডল। বক্তারা বলেন দেশের দক্ষিণাঞ্চলে লবণ সহিষ্ণু ব্রি – ৯৯ জাতের ধান এ অঞ্চলের জন্য চাষ করা অত্যন্ত লাভজনক ও ঝুঁকিমুক্ত। শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে ফলন কর্তন করে দেখানো হয় ব্রি ৯৯ লবণ সহিষ্ণু এই ধানটি হেক্টর প্রতি ৯.৫ মেট্রিক টন উৎপাদন হয়েছে। পাশাপাশি ব্রি-৬৭ জাতের ধান হেক্টর প্রতি ৮.৫৫ মেট্রিক টন উৎপাদন হয়েছে। অনুষ্ঠানে ৩০জন কৃষক কৃষানী অংশগ্রহন করেন।