মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : সুলতানা আক্তার সোহাগী। রাষ্ট্রবিজ্ঞান এবং নাচের ওপর মাস্টার্স করেছেন তিনি। মূলত নাচ দিয়ে শুরু হলেও এখন তিনি ব্যস্ত অভিনয়েও। তিনি নাচ শিখেছেন ইভান শাহরিয়ার সোহাগের কাছে। এ ছাড়াও সাব্বির আহমেদের কাছে কথক শিখেছেন তিনি। বেনুকা ললিতকলা একাডেমিতে পাঁচ বছরের কোর্স করেছেন নাচের ওপর। অন্যদিকে শিল্পকলায় নৃত্য পরিচালক দীপা খন্দকারের ছায়ায় থেকে বিভিন্ন নাচের প্রোগ্রামে অংশ নিয়েছেন। বর্তমানে ‘স্কেচ একাডেমি অফ ফাইন আর্টস’ নামে নিজের একটি প্রতিষ্ঠান আছে সোহাগীর। এ প্রতিষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, শুদ্ধ উচ্চারণ, গিটার, আর্ট, কবিতা শেখানো হয়। এদিকে এ অভিনেত্রীর অনেক নাটকই প্রচার হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো- রাকেশ বসুর পরিচালনায় ‘অলি’, আশিষ রায়ের পরিচালনায় দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মান অভিমান’, বিটিভিতে প্রচারিত মাতিয়া বানু শুকুর ‘কুসুম কথা’। জগনময় পলের ‘প্রতিশোধ’ ও ‘পুং’, স্মরণের পরিচালনায় ‘রেড অ্যাপেল’, রাজন কান্তির পরিচালনায় ‘আগুনের গ্রহণ’ প্রভৃতি। সরকারি পেনশন স্কিম, এপেক্স, ওজিএসবি কলসেন্টারসহ কয়েকটি টিভিসিতেও কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য শর্ট ফিল্মেও কাজ করেছেন। নাটকের পাশাপাশি গাজী রাকায়েতের পরিচালনায় চলচ্চিত্র ‘জন্মসূত্র’ বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এবাদত রহমানের ‘বাঙালি বিলাস’ ছবিতেও কাজ করেছেন। অন্যদিকে নুরুল আলম আতিকের ‘লাল মিয়া’ এবং শহিদুল ইসলামের সরকারি অনুদানের ছবি ‘নদাই’তে সামনে কাজ করার কথা রয়েছে তার। সোহাগী বলেন, নাচের পাশাপাশি অভিনয়টা করে যাচ্ছি। বিভিন্ন মাধ্যমে কাজ করা হয়েছে। সামনেও সব মাধ্যমেই কাজ করতে চাই। ভালো কন্টেন্ট হলে সামনে ওটিটি প্ল্যাটফরমেও কাজের আগ্রহ রয়েছে আমার।