জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক একুশে বইমেলায় প্রকাশিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের শিশুতোষ কাব্যগ্রন্থের আলোর ডেউ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর প্রেসক্লাবে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আমি যদি জীবননগরে আগামী বছরে থাকি, তাহলে জীবননগরে বই মেলার আয়োজনের চেষ্টা করবো।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম,, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু।
জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কবি ও লেখক আব্দুল আজিজ, শিক্ষক হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন, আকিমুল ইসলাম, হুমায়ুন কবির, চাষী রমজান, মুতাছিন, ডাবলু, ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের লেখা একটি কবিতা আবৃত্তি করেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম কখনো চিকিৎসা দেওয়ায় অবহেলা করেনি। সঙ্গে তিনি ভালো লেখেন। তাঁর লেখার মানও ভালো। ইতিমধ্যে তাঁর লেখা কয়েকটি বই আন্তর্জাতিক বই মেলায় প্রকাশিত হয়েছে। কয়েকটি বই আমরা পড়েছি। তাঁর বই রকমারিতে বিক্রিতে ভালো অবস্থানে রয়েছে। আমরা তাঁর লেখার প্রচার করবো। আমরা আশা করবো প্রতি বই মেলায় তাঁর বই প্রকাশিত হবে।