তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।
০২ মার্চ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। এসময় ২০২৩ সালের মাধ্যমিকে (এসএসসি) জিপিএ ৫ (বিশেষ মেধা তালিকা)পাওয়া উপজেলার শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়।এবং উপজেলার প্রায় অর্ধ শতাধিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের শাক সবজির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব নাজির খান খোকন,নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, নলছিটি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সামসুল আলম বাহার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওবায়দুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম রেজাউল করিম।
এসময় বক্তারা মেধাবী শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে বলেন এবং তারা দেশের ভবিষ্যৎ কর্নধার হিসেবে যাতে সোনার বাংলার সোনার নাগরিক হতে পারে সে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও দেশের কৃষকদের নানাবিধ সমস্যার পরেও কৃষিকে বাচিয়ে রাখায় তাদের প্রশংসা করেন বক্তারা।
উপজেলায় মেধাবী শিক্ষার্থী এবং কৃষকদের নিয়ে এমন আয়োজনের ভুয়সী প্রশংসাও করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯)
এর একটি অনলাইন প্রকাশনা।
৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত