মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কচি কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মৈত্রীবাংলা সাহিত্য পুরস্কার। সে সময় বাংলাদেশ এবং ভারতের প্রায় চার শতাধিক কবি, লেখক, কন্ঠশিল্পী এবং আবৃত্তি শিল্পী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা আক্তার নীলাসহ ভারত এবং বাংলাদেশের প্রায় ১০ জন কবি ও লেখককে এই পুরস্কার দেয়া হয় মৈত্রীবাংলা উৎসব ২০২৪।
স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীত সন্ধ্যার শুভ উদ্বোধন করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মুহাম্মদ নজরুল ইসলাম তমিজী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য কবি ইমরোজ সোহেল, বিশেষ অতিথি কথা,সাহিত্যিক কাপতান নুর, কবি আরিফ মঈনুদ্দীন,কবি ও সম্পাদক অশোক ধর, কবি ফারুক প্রধান, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, লেখক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, কবি ও লেখক ইকবাল হোসেন, কবি ফাতেমা হক,কণ্ঠশিল্পী রওনক বিশাকা শ্যামলী। ভারতের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রানা মুখার্জি, বাচিকশিল্পী দেবনিষ্ঠা জানা,বন্দনা ঘোষ,ডালিয়া ঘোষ, সাংবাদিক ও কবি আব্দুল কাইয়ুম, জয়ন্তী কর্মকার।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ছড়াকার ও কবি তৌহিদুল ইসলাম কনক।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক রেণু আহমেদ ও নাজমুল হক মিলন।