বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত ২

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৮, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

ফরহাদ হুসাইন জিতু : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্বের জের’ ধরে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের পলিয়াটিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাঘাডাঙ্গা গ্রামের শামীম ইসলাম (৩৫) ও মন্টু মন্ডল (৫০)। এ ঘটনায় শামীমের বাবা সামছুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত বলেন, শামীম ও মন্টু মারা গেছেন। শামীমের বাবা শামসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হতাহত ব্যক্তি ও হামলায় জড়িত ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। চোরাচালান নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘাডাঙ্গার পলিয়াটিপাড়ার তরিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একই গ্রামের পশ্চিম পাড়ার শামীম হোসেন ও মন্টু মন্ডলের বিরোধ ছিল। উভয় পক্ষই ভারত থেকে পণ্য এনে ব্যবসা করেন। আজ বিকেল চারটার দিকে তরিকুল ও তাঁর স্বজনদের সঙ্গে শামীম ও মন্টু মন্ডলের ধাক্কাধাক্কি করতে দেখেন এলাকাবাসী। কিছুক্ষণ পর সেখান থেকে গুলির শব্দ শোনা যায়।

এলাকাবাসী জানান, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা শামীম ও মন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুলিতে আহত হন শামীমের বাবা সামছুল ইসলামও। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নেপার মোড় এলাকায় শামীমের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মন্টু মন্ডল মারা যান। উন্নত চিকিৎসার জন্য সামছুল ইসলামকে যশোর পাঠানো হয়েছে।

সর্বশেষ - খুলনা