সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে ১১ ডিসেম্বর সোমবার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গাজীপুর পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন, মত বিনিময় কালে বক্তব্য দেন আমার বিজয় হলে সেই বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ আপনাদের। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনের সাথে যৌথভাবে গাজীপুরকে একটি আধুনিক শহরে পরিণত করবো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গতাজ অডিটরিয়ামে গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর বয়সে আমার ছোট কিন্ত আল্লাহর রহমতে তিনি রাজনৈতিকভাবে এগিয়ে গেছেন। সারা দেশে জাহাঙ্গীর আলমের মতো নেতা পাওয়া বিরল। তিনি মাত্র তিন বছরে গাজীপুরের চেহারা পরিবর্তন করে দিয়েছিল। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তিনি সহ সবাই আমার পক্ষে রয়েছে, আমি আপনাদের ঘরের সন্তান। সবসময় আমাকে আপনারা পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। তাই, আমি নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক শহর গড়ে তুলবো।
তিনি আরো বলেন, বিগত ৩০ বছর গাজীপুরের কোন উন্নয়ন হয়নি, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সুযোগ করে দিয়েছেন এর পরিবর্তন করার।
সাবেক মেয়র ও সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাসুদুর রহমান বিল্লাল, রাখী সরকার, মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য আবু হানিফ, রুহল আমীনসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং এলাকাবাসী।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, একটি পরিবর্তন দরকার। এই পরিবর্তন বুদ্দিন ভাই (স্বতন্ত্র প্রার্থী) এর মাধ্যমে যেন হয়। যেহেতু বুদ্দিন ভাই প্রবীণ নেতা, তার মাধ্যমে যেন সমাজ ভালো থাকে এজন্য তার মাধ্যমে পরিবর্তন চাই। গাজীপুরের ১ থেকে ৫টি আসনেই যারা মানুষকে, আমাদের মূল্যায়ন করে; তাদের পক্ষে কাজ করবো। তাই বুদ্দিন ভাই যেহেতু আমাদের সঙ্গে থেকে উন্নয়ন করতে চেয়ে দোয়া চেয়েছেন, তার জন্য কাজ করবো। রাজনীতিতে দেখেছি, বুদ্দিন ভাই একজন আদর্শবান মানুষ। তাই আমরা বুদ্দিন ভাইয়ের জন্য ৭ জানুয়ারী ২০২৪ ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাই, দোয়া চাই।