সৈয়দা রোকসানা পারভীন রুবি : বিশিষ্ট শিক্ষাবিদ টঙ্গীর সুনামধন্য সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।গাজীপুর জেলার পুবাইলের কৃতি সন্তান,দীর্ঘদিন সততা,দক্ষতা মেধার সাথে কাজ করে আসছেন।অধ্যক্ষ ওয়াদুদুর রহমান-কে দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৩’সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন ২ ডিসেম্বর শনিবার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজুমদার অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আই সি এলডিআরসি, ভাষা বিজ্ঞান ইউনিটের সভাপতি অধ্যাপক ড.আসাদুজ্জামানের সভাপতিত্বে, এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মুহাম্মদ আবু নাঈম শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিএএলডি আরসি’র উপদেষ্টা (ইউ এস এ) অধ্যাপক নাছের ইউ আহমেদ, আইসিএএলডি আরসি’র সাধারণ সম্পাদক, প্রফেসর লুৎফর রহমান জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একে এম শাহ নেওয়াজ প্রমখ। আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয় নগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ-বিশ্বের ১২ টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসতে পেরে, অধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদুর রহমান বলেন এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করবে, আমার মেধা, দক্ষতা ও কাজের মূল্যায়নের যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন। এজন্য আমি আইসিএএলডিআরসি’র প্রতি কৃতজ্ঞ।এ পর্যন্ত অনেক সম্মাননা পেয়েছি এই সম্মাননা ও সনদ আমার জীবনের শ্রেষ্ঠ সম্মাননা।