বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গোসাইরহাটে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্তা গৃহবধু সহ ৩ জন আহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার ধীপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় ৫ মাসের অন্তঃসত্তা গৃহবধূ সহ ৩ জন আহত হয়েছে। আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত মহিউদ্দিন বেপারী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের ধীপুর এলাকার মৃত মহসিন বেপারীর ছেলে মহিউদ্দিন বেপারীর সাথে তার চাচা আবুল বাশার বেপারীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত সোমবার সকালে মহিউদ্দিন বেপারী, তার স্ত্রী লামিমা সুলতানা ও মা নাজমা বেগম’কে কথা আছে বলে ঘর থেকে বাহিরে ডেকে এনে প্রতিপক্ষ আবুল বাশার বেপারী, তার ছেলে আলামিন বেপারী ও ইয়ামিন বেপারী গংরা অর্তকিত হামলা করে। এতে ৫ মাসের অন্তঃসত্তা গৃহবধূ লামিয়া গুরুতর আহত হয়। এছাড়াও মহিউদ্দিন ও নাজমা আহত হয়। আহতদের প্রথমে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আহতদের অবস্থা অবনতি হলে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহতরা শরীয়তপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে ভুক্তভোগী মহিউদ্দিন বেপারী বলেন, আমার বাবা মহসিন বেপারীর মত্যুর পর থেকে আমার চাচা আবুল বাশার বেপারী গংরা জমিজমা সহ নানান বিষয়ে আমাদের সাথে বিরোধ করে আসছে। তারাই ধারাবাহিকতায় বিনাকারণে আমার ৫ মাসের অন্তঃসত্তা স্ত্রী, মা সহ আমার উপর হামলা করে গুরুতর আহত করে চাচা ও চাচতো ভাইয়েরা। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সঠিক বিচার চাই।

এব্যাপারে অভিযুক্ত আবুল বাশার বেপারী সহ অন্যান্যদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত