অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ সংস্থা- ইউজিএস এর তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জের ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে মাটির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
ঢাকা ছাড়াও নোয়াখালী, সিলেট, রাজশাহী, রংপুর অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অফিস। প্রাথমিকভাবে ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই দিন সকালে কাছাকাছি সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের চীন সীমান্তবর্তী অঞ্চল লাদাখেও। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হচ্ছে, ভারতের জাতীয় ভূমিকম্পবিদ্যা সেন্টার জানিয়েছে সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।
চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে, যার প্রথমটি হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে।