সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুরের শিল্পনগরী টঙ্গী সরকারি কলেজের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মঙ্গলবার বিকেল ৫টার দিকে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো, রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অথিতি ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, সরকারি কলেজ সমুহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রফেসর ড, খন্দকার মুজাহিদুল হক, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক মো, আসিফুর রহমান, ৬ তলা একডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কমিটির আহবায়ক মো, নাজমুল হক। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড, মো, আবুল কালাম আজাদ। মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল, কলেজে ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহাজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার প্রমুখ।