মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চট্টগ্রামে নিহত ৭ জনই এক পরিবারের, বাড়ি চন্দনাইশে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৭, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ জন পরিচয় মিলেছে। এদের মধ্যে তিনজন শিশু, দুইজন মহিলা ও দুইজন পুরুষ।

নিহতরা হলেন, বিপ্লব(২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা(১০), দীপ(৩) ও দিগন্ত(৩)।

তাদের প্রত্যকের বাড়ি চন্দনাইশ থানার মোহাম্মদপুর ধোপপাড়ার মাস্টার বাড়ি বলে জানা গেছে। নিহতের পরিবারের সদস্য পল্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা ফটিকছড়িতে আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে বারোটার দিকে শহর থেকে ফটিকছড়ি গামী একটি সিএনজি অটোরিকশা ও ফটিকছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জন নিহতসহ ৩ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়িগামী সিএনজিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনে পড়ে। বাসটির গতিও বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষ ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে।

সর্বশেষ - খুলনা