এম রাসেল সরকার : অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীনের রাজধানীর পল্টন বাসায় চুরির ঘটনা ঘটেছে। ওই বাসা থেকে চোরেরা দামি মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
গত ১৪ অক্টোবর ভোরে ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডের একটি ভবনের চতুর্থ তলায় এই চুরির ঘটনা ঘটে।
চুরির খবর পেয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক নঈমুদ্দীন বাদী হয়ে গত ১৫ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার চারদিন পার হয়ে গেলেও মালামাল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী নঈমুদ্দীন জানান, ঘটনার দিন প্রতিদিনের মতো বাসায় রুমমেটসহ ঘুমিয়ে ছিলেন। ভোরে চোরের দল বাথরুমের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে তার মোবাইল ফোন, ৫০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ, মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে ১৬ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের একটি এটিএম কার্ড, তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তিনি মালামাল উদ্ধার ও জড়িত চোরচক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে নিয়মিত ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। বহিরাগতদের আনাগোনাও বেড়েছে। বেশকিছু এলাকায় সিসি ক্যামেরা না থাকায় অসামাজিক কার্যলাপসহ চুরি, ছিনতাই বেড়ে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।