নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনের পরামর্শে ঢাকা জেলা কো-অর্ডিনেটর হারুন রশীদ এর সমন্বয়ে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সানী দে সহ ফাউন্ডেশনের সদস্য খোরশেদ মন্ডল, টুটুল, শহীদ, নুরুজ্জামান, তানভীর সোহেল, পলাশ, রউফ আজাদ, রেহানা, লুনা, তটিনি, মোতালেব, নুরুল, ডাঃ বাবলু, হান্নান এবং অন্যান্য সদস্যরা মহামারী ডেংগু প্রতিরোধে মশারী বিতরণের জন্য ০৩ অক্টোবর মঙ্গলবার উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কের দক্ষিণ গেটে হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে একশত’টি মশারী বিতরণ করেছে।
এর আগেও সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর, মীরপুর ও কেরানীগঞ্জ, সাভার, চট্টগ্রাম, জামালপুর, নারায়নগঞ্জের কিছু বস্তি এবং কয়েকটি হাসপাতালে দরিদ্রদের মাঝে প্রায় ৫০০শ’টি মশারী বিতরণ করেছে।
সংগঠনের সদস্যরা আরো জানান, ‘সারাবাংলা ৮৮ সুখে-দুঃখে পাশাপাশি’-এই স্লোগানকে সামনে রেখে জনহিতকর কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বন্ধুত্ব এবং মানবতা, একে অপরকে সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানো, খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা, সেলাই।মেশিম বিতরণ, শিক্ষাবৃত্তি, রিক্সা বিতরণ, বৃক্ষরোপণ সহ নানাবিধ মানবিক ও সামাজিক কাজ করা।
বাংলাদেশে বর্তমানে দিন দিন ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারাদেশে এডিস মশার আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৩০ জন মারা গেছেন। যার মধ্যে শিশুও রয়েছে অনেক। আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন। দুর্যোগ ও বিপদে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন নামে এই বন্ধু সংগঠন। দেশের ডেঙ্গুর এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সারাদেশ ব্যাপী সব সময় তাদের এই কার্যক্রম চলবে বলে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ জানান।