রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

টঙ্গীবাড়ীতে বাড়ি দখল নিয়ে টানটান উত্তেজনা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : টঙ্গীবাড়ীতে বাড়ি দখলকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা চলছে। বাড়ির মালিক দাবীদার উপজেলার বলই গ্রামের দেলোয়ার খান জানান নিজ আত্মীয়দের মাঝে চেয়ারম্যানের মাধ্যমে মৌখিক আপোষ বন্টননামা করলেও প্রতিপক্ষ জমি বুঝিয়ে না দিয়ে বলপূর্বক আমার ফসলী জমি ভরাট করেছে। আমার মালিকানা ভরাটকৃত ভূমিতে আমি শতাধিক মেহগনি গাছ রোপন করে বাঁশের বেড়া দেই। মুক্তারপুরের মনির মন্ডল, বলই গ্রামের সাইফুল ইসলাম শেখ, শেলিম শেখ ও সোনালী বেগম ১০-১২ জন ভাড়াটে লোক এনে আমার রোপনকৃত মেহগনি গাছ উঠিয়ে ফেলে দেয় এবং বেড়া ভেঙে ফেলে। স্থানীয় রোবেল খান জানায় সাইফুল মারমুখী হয়ে তার লোকজন নিয়ে দেলোয়ার খানের পৈতৃক ২১শতাংশ ভূমির গাছ এবং বেড়া দিবালোকে উঠিয়ে নিয়ে যায়।
অন্যদিকে সোনালী বেগম জানায় দেলোয়ার খান গংদের মৌখিকভাবে বিবদমান জমির পরিবর্তে অন্য জমি দেয়ার কথা বলেই ফয়সালা করে জমি ভরাট করা হয়েছে। এলাকাবাসী জানায় দেলোয়ার খান গংদের অনত্র জমি দেয়ার কথা থাকলেও সোনালী বেগম গংরা তা না দিয়েই জমিটি ভরাট করেছে যার কোন দলিল তৈরি হয়নি। আউটশাহী ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দর বেপারী জানিয়েছেন বিষয়টি ফয়সালা করা হলেও কাগজেপত্রে সমাধান না হওয়ায় উভয়পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে, যা সমাধানযোগ্য।

সর্বশেষ - খুলনা