অনলাইন ডেস্ক : বিদেশে বাংলাদেশের ছয়টি কূটনৈতিক মিশনে রাষ্ট্রদূত পদে রদবদল হচ্ছে। এগুলো হচ্ছে ইতালি, মালয়েশিয়া, মিসর, ভিয়েতনাম, টরন্টো ও পর্তুগাল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হচ্ছে। আর মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব হিসেবে যোগ দেবেন।
মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম রাষ্ট্রদূত হিসেবে ইতালিতে যাচ্ছেন। মিসরে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন বর্তমানে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান অবসরে যাচ্ছেন। পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হবেন মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।
মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন কানাডার টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল লুত্ফর রহমান।