আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি,সাহিত্যিক, ভাষা সৈনিক, একাত্তরের রণাঙ্গনের সশস্ত্র যোদ্ধা,সাংবাদিক ও সোনালী কাবিন খ্যাত প্রিয় কবি আল মাহমুদের প্রতি দীর্ঘদিন ধরে চলে আসা রাষ্ট্রীয় অবহেলা ও বৈষম্য দূর করার লক্ষ্যে কবি আল মাহমুদ গবেষনা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর উদ্যোগে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শহীদ মিনার, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র জনতার জমায়েত থেকে মৌড়াইলস্থ কবি আল মাহমুদের কবরের উদ্দেশ্যে পদযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, প্রতীকী জাতীয় পতাকায় কবর আচ্ছাদন, গার্ড অফ অনার প্রদান, দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, কবি আল মাহমুদের প্রতি রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা এবং তার অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা ।
সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকলকে উক্ত আয়োজনে শরীক থেকে কবির প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করা হয়েছে।