মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামের মতবিনিময় সভা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ২০, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

ওমর ফারুক, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াত ইসলামী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টার সময় পৌর শহরের থ্রী স্টার হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির এ্যাড. রুহুল আমিন।
এসময় রুহুল আমিন বলেন, দেশের গণতন্ত্রের নামে একদলীয় শাসন শুরু হয়েছিল আজ থেকে ১৬ বছর পূর্বে। দেশের সকল সেক্টরে ছিল দলীয় করনের দৃশ্যমান চিত্র। তথাকথিত বুদ্ধিজীবী, সুশিল সমাজ, সাংবাদিক, লেখক কেউ এর বাহিরে ছিল না। সরকারের যৌক্তিক সমালোচনা করার সাহস যারা দেখিয়েছে তাদের কে রাজনৈতিক ট্যাগ লাগিযে একপেশে করেছে কখনও বা মামলা, হামলা, এমনকি জেলে পুরে রাখতেও শেখ হাসিনার সরকার পিছুপা হয়নি। ডিবি অফিসের ভয়ংকার চিত্র, আয়নাঘরের মত লোমহর্ষক ঘটনা, সাদা পোষাক বাহিনীর দূরদান্ত দাপট। সরকারী দলের ক্যাডার বাহিনীর অসহনিয় আচরণ, অফিস গুলোতে সুদ-ঘুষ বানিজ্য ছিল এদেশের প্রতিদিনের নৈমিত্তিক চিত্র। সাধারণ মানুষ এসকল অপকর্মের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারিনি সত্য কিন্তু তাদের দীর্ঘশ্বাস ৫ ই আগস্ট নিয়ে আসতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিষন- ‘মানুষের কল্যান সাধন করা, দেশ পরিচালনায় সৎ যোগ্য মানুষ তৈরী এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই ভিষন কে দ্রুত বাস্তবায়ন করার জন্য জামায়াতের সকল স্তরের কর্মী বাহিনী সততার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের চলার পথে যেখানেই যে দোষ ত্রুটি আপনারা দেখবেন তা নিঃসংকোচে গঠন মূলক সমালোচনা করবেন।

এদেশে যেন কেউ কোন রাজনৈতিক দল, গোষ্ঠী, কিংবা ধর্মীয় কোন জাতিকে কেউ কোন ট্যাগ লাগিযে দিতে না পারে তার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এদেশে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। দূর্নীতি করে কেউ যেন পার পেয়ে না যায় সেজন্য আপনাদের কে তথ্য দিয়ে প্রশাসন কে সাহয্যে করতে হবে। ভাল কে ভাল বলার সৎ সাহস আপনাদের কাছে আমরা কামনা করি। সমাজের ইতিবাচক খবর গুলোকে আপনারা গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন, যেন সমাজের মানুষ ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ হয়।

জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা ইস্রাইল হোসেন, জেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াত ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক মাষ্টার, তালিমুল কুরআন বিভাগের পরিচালক মাওলানা মহিউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন, পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন,সীমান্ত ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক,নূর ইসলাম চৌধুরী প্রমূখ।

এসময় অনুষ্ঠানে জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু,সহ-সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চন্ঞ্চল,যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী রায়হান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম,সহ-সভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, প্রচার সম্পাদক অর্পন রকি, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান,জীবননগর বার্তা’র সম্পাদক ও প্রকাশক শামসুল আলম,দৈনিক চুয়াডাঙ্গা প্রত্রিকার সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল আজিজ, জীবননগর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মামুনুর রহমান মামুন, ফয়সাল মাহাতাব মানিক,নুর আলম, মহিবুল ইসলাম মুকুল, মিথুন মাহমুদ, আনন্দ, ফেরদৌস ওয়াহিদ, সাফায়ত উল্লাহ,ওমর ফারুক সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি রহুল আমিন বলেন, হামলা-ভাঙচুর ও লুটপাটের রাজনীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী করে না। তবে কোনো দলের কর্মীরা করে থাকলে তার দায়ভার তারা গ্রহণ করবে। আমরা সকলকে সহনশীল আচরণের জন্য অনুরোধ করেছি।
মতবিনিময় সভার শেষে সাংবাদিকদের একটি করে গাছ উপহার দেন। পরে বাসস্ট্যান্ডে চত্বরে গাছ লাগান। এছাড়াও সারা মাস গাছ লাগানো কর্মসূচি পালন করবে বলে জানান।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের জন্য শপিং জোন বিডি পরিবারের মহৎ উদ্যোগ!

ঠাকুরগাঁওয়ে ১৮৫ টি ভোট কেন্দ্র আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন

মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতারা

দামুড়হুদায় দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষনা

জীবননগরে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়াকে গলাকেটে হত্যা

রবি ডেটাথন ৩.০ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

অসহায় ও দুস্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ বাসন মেট্রো থানা প্রেসক্লাব