জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : সকল বৈষম্যের অবসান চেয়ে ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও।
সোমবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের শিল্পী-কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, বার্তা প্রধান রাশেদ ফয়সল কবীর, উপ-আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ-আঞ্চলিক প্রকৌশলী রিফাত হাসান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) আবুল বাশার, সহকারী বেতার প্রকৌশলী কিংসুক কুমার রায়সহ অন্যান্যরা।
সেখানে তারা বলেন বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালকের দাবি করেন তারা।
মানববন্ধন কর্মসূচির শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।