বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শরীয়তপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ১, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

সোহেল রানা লিটন, স্টাফ রিপোর্টার (শরীয়তপুর) : শরীয়তপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৫৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই ২০২৪) বেলা ১১টায় পৌর মিলনায়তনে মেয়র এ্যাড. পারভেজ রহমান (জন) এ বাজেট ঘোষণা করেন।

ছয় কোটি ২৪ লাখ ৯২ হাজার ৫৯২ টাকা উদ্বৃত্ত রেখে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ধরা হয়েছে ৮০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৫৯০ টাকা। বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৪২৭ টাকা এবং অন্যান্য উৎস থেকে ধরা হয়েছে ৬৬ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৩১৬ টাকা।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন সোহেল সহ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরসহ টিএলসিসি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট ঘোষণার সময় পৌর মেয়র পারভেজ রহমান বলেন, নতুন অর্থবছরে শরীয়তপুর পৌরসভাকে একটি পরিকল্পিত, নাগরিকদের স্বপ্নের পৌরসভা হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন শহর গড়ার জন্য বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প নির্মাণ, কবরস্থান নির্মাণ, শ্মশান নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পৌরসভার চারপাশে সৌন্দর্য বৃদ্ধি করে সুসজ্জিত করার ঘোষণা দেন মেয়র।

জনগণকে পৌরকর, ব্যবসার লাইসেন্স ফি, দোকান ভাড়া, পানির বিল ও পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - খুলনা