মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : সুতি শাড়ি পরার এবং রঙ বাছাইয়ের বিষয়ে অনেক সৌন্দর্য পিয়াসী নারী সিদ্ধান্তহীনতায় পরেন। তাদের জন্যে এই গরমে শরীরে সহজে বাতাস চলাচল করে এবং ঘাম শুষে নিতে পারে এমন শাড়িই বেছে নেওয়ার পরামর্শ দিলেন বিউটিশিয়ান কানিজ ফাতেমা সুমাইয়া। তিনি জানিয়েছেন, চলমান তীব্র গরমে একান্তই যদি শাড়ি পরতেই হয়, তাহলে আমাদের দেশীয় তাঁতের সুতি শাড়ি যেমন, টাঙ্গাইলের তাঁত বা মনিপুরি তাঁতের শাড়ি পরা খুবই আরামদায়ক। এই গরমে সুতি শাড়ি পরা নিয়ে রইলো কানিজ ফাতেমা সুমাইয়া’র আরও কিছু পরামর্শ।
তিনি জানান, সুতির তৈরি যেকোনো পোশাকে সহজে শরীরে বাতাস চলাচল করতে পারে, তাই এমন শাড়িতে গরমে অধিক আরাম পাওয়া যায়। তাছাড়া এই কাপড়গুলোর শোষণ ক্ষমতাও বেশি। তাই ঘাম শুষে শরীর শুষ্ক রাখতেও সাহায্য করে। তাই সুতির শাড়ি পরলে দারুন আরাম পাওয়া যাবে। তবে গরমে গাঢ় রঙ এড়িয়ে কিছুটা হালকা রঙের শাড়ি বেছে নেওয়াই বেশি ভালো। তিনি বলেন, গরমে যে কোনো রঙের হালকা শেড এর শাড়ি দেখতে ভালো লাগে। এটি এক ধরনের মানসিক বিষয়। এই গরমে সাদা, লেমন, হালকা গোলাপি, হালকা হলুদ, আকাশি, হালকা সবুজ, অ্যাকুয়া, অ্যাশ ইত্যাদি রঙের সুতি শাড়ি পরলে দেখতে স্নিগ্ধ লাগবে। আর অন্যদের চোখেও দেখতেও ভালো লাগে। তাছাড়া হালকা রঙের শাড়িতে নিজেরও স্বস্থি অনুভূত হয়।
এই গরম মৌসুমে হালকা কাজ বা নকশার সুতি শাড়ি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন কানিজ ফাতেমা সুমাইয়া। এক্ষেত্রে এক রঙা জমিন, ছোট বা চিকন পাড় আর হালকা বা ছোট আঁচলের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। আর চাইলে হালকা প্রিন্ট বা জলছাপ, বাটিক বা ব্লক ইত্যাদিও বেছে নেওয়া যেতে পারে। তবে প্রিন্টের রঙ যেনো বেশি গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন। তিনি বলেন, গরমে সুতির শাড়িই বেশি স্বস্তির ও আরামদায়ক। তবে কোনো অনুষ্ঠান বা যদি রাতের আয়োজনে ভিন্ন কিছু পরতে চান, তাহলে পিওর সিল্ক, মসলিন বা হাফ সিল্কের শাড়িও বেছে নেওয়া যেতে পারে।
গরমে বাড়তি সাজ বা গয়না নিজের কাছেই বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময় যতটা সম্ভব হালকা ও ছোট গয়না বেছে নেওয়া ভালো। তিনি বলেন, এই মৌসুমে উঁচু করে চুল বেঁধে, যেমন হাত খোঁপা বা বেণি করে কানে ছোট ঝুমকা, টপ বা অল্প ঝোলানো দুল পরা যেতে পারে। বর্তমান ফ্যাশনে গলায় চিকন ঝোলানো মালা বেশ জনপ্রিয়। তাছাড়া এখন বিভিন্ন ফ্যাশন ঘরগুলো সুতা, বাঁশ, কাঠ, মাটি ও কাপড় দিয়ে গয়না বানাচ্ছে। এই মৌসুমে সুতি শাড়ির সঙ্গে এসব গয়নাগুলোও বেশ মানানসই।
কানিজ ফাতেমা সুমাইয়া আরও বলেন, এই গরমে চুল ছেড়ে না রেখে বেঁধে রাখলেই বেশি ভালো লাগবে। আর এই সময় ভারি মেইকআপও বেমানান। হালকা সাজই গ্রীষ্মের জন্য সব থেকে বেশি উপযোগী। তাই যতটা সম্ভব ‘ন্যাচারাল লুক’ এই মৌসুমে বেশি ভালোলাগে।
কানিজ ফাতেমা সুমাইয়া : স্বত্ত্বাধিকারী, অফ রুজাইনাহস মেকওভার সেলুন।
★★মডেল★★বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম মিথিলা★★