মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহের পাগলাকানাই স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৩০, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ : ২৯ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রোজ সোমবার বিকাল ৩টার সময়ে ঝিনাইদহ শহর সংলগ্ন পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী রানা (২৬) কে জনতা আটক করে পুলিশে দিয়েছে । নিহত নিলা খাতুন কোরাপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের ছোট মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, কোড়াপাড়া গ্রামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মোঃ কামাল ইসলামের ছেলে মোঃ রানার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে অনেক কলহ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে ২৯ জানুয়ারী ২০২৪ ইং তারিখ সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রীর মোছাঃ নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা আহত নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এদিকে ঘাতক স্বামী মোঃ রানা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির মধ্যেই এই হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত